ফাইলের উপাদান (Element of file)

*ফাইল  :-  ফাইল দ্বারা কোন বস্তুর অতিরিক্ত ধাতুকে ক্ষয় করা হয়, এই পদ্ধতিকে ফাইলিং বলে |ফাইল একটি কাটিং টুল |

ফাইলের বিভিন্ন অংশ (parts of files):-

1 -টিপ বা পয়েন্ট :-এটি ফাইলের একদম অগ্র ভাগে অবস্থিত |
2-ফেস বা সাইড  :-ফাইলের যে অংশে দাঁত কাঁটা থাকে সেই অংশই ফাইলের ফেস |
3-এজ :-ফাইলের যে পাতলা অংশে দাঁত গুলি একটা সারিতে সামান্তারাল ভাবে কাঁটা থাকে |
4 হিল :-টাং এর উপরের যে প্রশস্ত অংশে দাঁত কাঁটা থাকে না |
5 স্কন্দ :-এজ এর যে পাতলা অংশ বাঁট এর মধ্যে প্রবেশ করেছে |
6 টাং :-ফেস এর যে অংশ টি পাতলা হয়ে বাঁট এর মধ্যে প্রবেশ করেছে |
7 বাঁট :-ফাইল কে ধরার জন্য যে অংশে টাং ফিট করা থাকে |
8 ফেরুল :-বাঁটকে যে ধাতুর রিং দিয়ে টাং এর সাথে বাঁধা থাকে |
ফাইল সাধারণত হাই কার্বন স্টিল দিয়ে তৈরী |টাং ছাড়া সব অংশই হার্ডেনিং এবং টেম্পারিং করা থাকে |

Comments

Popular posts from this blog

ফাইলের প্রকারভেদ (classifications of file)